- সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উদযাপিত
- চিনি চোরাচালানে পুরনোদের জায়গায় এসেছে নতুন শেল্টারদাতা
- পুনরায় চালু হচ্ছে সিলেট – কক্সবাজার বিমান ফ্লাইট
- পটল তুললেন মেঘলা নায়িকা হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল
- সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন
- একটি কাঙ্ক্ষিত উদ্যোগ এবং অসাধারণ বক্তব্য
- সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত
- পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতারা বেশিরভাগ ভারতে অনেকে যুক্তরাজ্যে
- সিলেটের ডিসি নিয়োগ দিয়েই বাতিল, নতুন ডিসি শের মাহবুব মুরাদ
- সিলেটের নতুন জেলা প্রশাসক এনামুল করিম
» গোয়াইনঘাটে ভাগনীকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার
প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেটের গোয়াইনঘাটে স্কুলছাত্রী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার সালুটিকর বাজার এলাকা থেকে অভিযুক্ত জমশিদ মিয়াকে (২১) গ্রেফতার করা হয়। জমশিদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের রশিদ মিয়ার ছেলে।
পুশিল সূত্রে জানা যায়, অভিযুক্ত জমশিদ পেশায় একজন ট্রাক চালক। আর ভুক্তভোগী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি হাইস্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে মামা-ভাগ্নি। প্রায় ২ মাস আগে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। গত ১৫ এপ্রিল সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে কৌশলে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর রুমে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী শিক্ষার্থী। সকালে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মা ও বড় ভাই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন।
পরে ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর আত্মীয় স্বজনরা বিষয়টি সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেবকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বুধবার (১৮ এপ্রিল) বিকালে সালুটিকর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত জমশিদ মিয়াকে আটক করে।
এদিকে ওই স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
এ ব্যাপারে অভিযুক্ত জমশিদ মিয়া ধর্ষণের অভিযোগ অস্বীকার করে জানান, আমি রুমে ঢুকে তার মাথায় হাত বুলিয়ে ফিরে এসেছি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নন্দিরগাঁও ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
[hupso]