- সিলেট সীমান্তে বেপরোয়া চোরাচালানি সিন্ডিকেট
- ভারতে বাংলাদেশ বিরোধীদের বাধায় সীমান্তে আটকা শতকোটি টাকার পণ্য
- ৫৭ ভাগ মানুষ আওয়ামীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে
- আরেক মা ম লা য় জামিন পেলেন মান্নান
- সিলেট সিটি করপোরেশন ৩ ওয়ার্ডের সাবেক কমিশনার লায়েক গ্রেফতার
- সিলেটের বন্যা প্রতিরোধে ইটনা- মিঠামইন-অস্ট্রগ্রাম সড়ক ভাঙ্গা হবে
- সিলেটে পুলিশের ৩ পদে অদল-বদল
- জয় বাংলা শ্লাোগানে মিছিল করার অপরাধে ছাত্রলীগের দুই নেতা আটক
- কানাইঘাটে ছাত্রদল নেতা খুন
- ড.ইউনুস গংদের পদত্যাগের দাবীতে লন্ডন যুবলীগের সমাবেশ
» ঘন্টায় ঘন্টায় লোডশেডিং অতিষ্ট জনজীবন
প্রকাশিত: ২৪. জুন. ২০২৪ | সোমবার
সিলেট নগরীতে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। চরম দুর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘন্টা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগিরা।সকাল থেকে শুরু লোডশেডিং। সিটি করপোরেশনের পানি সরবরাহের সময়টাতে লোডশেডিং মারাত্মক সমস্যা সৃষ্টি করে। পানির অভাবে গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হয়। শিশু- বৃদ্ধ পানির সংকটে গোসল খাওয়া পরিস্কার পরিচ্ছনতা কাজে সীমান দুর্ভোগ পোহাতে হয়।
সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, সিলেটে আজ সোমবার (২৪ জুন) ২০ শতাংশ লোডশেডিং হচ্ছে। ৮০ শতাংশ বিদ্যু পাচ্ছেন গ্রাহকরা। বিকেলে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিলো ২১৫ মেগাওয়াট আর সিলেট জেলায় ছিলো ১৪০ মেগাওয়াট।
নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা ইকবাল মিয়া বলেন, আজ প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অন্তত চারবার লোডশেডিং হয়েছে।ঘন ঘন লোডশেডিংয়ের ফলে অনেক কাজে ঘটছে চরম ব্যাঘাত। বাসার শিশুরা পড়ালেখায় মনযোগ দিতে পারছে না। ফলে সবদিকেই ক্ষতি করছে এ লোডশেডিং।
আরামবাগ এলাকার ব্যবসায়ী শাহীন আহমদ বলেন, খুব বাজে অবস্থা। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন,আমরা গুরুত্ব সহকারে লোডশেডিং যাতে কমিয়ে আনা যায় এজন্য কাজ করছি।
[hupso]