- ছাতক- দোয়ারার সাবেক সংসদ সদস্য বোমা মানিক গ্রেফতার
- সিলেটের বন্দরবাজার থেকে রায়টগান উদ্ধার
- সিলেটে সুলতান’স ডাইনকে ৩০ হাজার টাকা জরিমানা
- দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজন মারা গেছেন
- সিকৃবিতে হকৃবির ভিসি সায়েমের কুশপুত্তলিকা দাহ
- সুনামগঞ্জের ছাতকে এক পীর খুন, খুনিরা অধরা
- প্রফেসর সায়েমের হকৃবিতে নিয়োগ বাতিলে দাবীতে মানববন্ধন
- ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য
- কনস্টেবল পদে পুলিশে নিয়োগ
- দক্ষিণ সুরমায় এক ব্যাংক কর্মচারীর টাকা ছিনতাই,
» কাউন্সিলর আজাদের বাসায় হামলা: গ্রেফতার নেই
প্রকাশিত: ২৮. জুন. ২০২৪ | শুক্রবার
বৃহস্গপতিবার গভীর রাতে সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমানের বাসভবনে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশ। এছাড়া হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান, আজাদুর রহমান আজাদ।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ভাটাটিকর এলাকায় সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমানের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আজাদুর ২০ নম্বর ওয়ার্ডে টানা পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায় বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাঁর পৈতৃক ভিটায় হামলা চালান। পরে নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। আজাদের অনুসারীদের দাবি, চাঁদাবাজি-দখলবাজির প্রতিবাদ করায় এ হামলা হয়েছে।
একই সঙ্গে আজাদের ঘনিষ্ঠ অনুসারী ও মহানগর যুবলীগের সদস্য শমশের আলীর বাসায়ও হামলা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আজাদুরের অনুসারীরা জড়ো হলে তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা। এতে আজাদুরের ভাইয়ের ছেলে তাহমিদুর রহমান এবং তাঁর অনুসারী হীরক রঞ্জন দে পাপলু, ফয়ছল ও মুতাছির আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আজাদুর রহমান আজাদ জানান, হামলাকারীরা বাসা ও গাড়ি ভাংচুর করা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে শাহপরান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, হামলার ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। হামলার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
[hupso]