- সিসিকের সাবেক কাউন্সিলর শাহানা আক্তার শানুর বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ
- আম্বরখানায় আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রে ফ তা র
- বদলে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোষাক
- সিলেটসহ চার শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান
- সিলেটের রিজেন্ট পার্ক যুবক- যুবতীদের অনৈতিক কাজের নিরাপদ জোন
- সিলেটে বেড়েছে ভুঁইফোড়দের দৌরাত্ম্য
- সিলেটে ৩ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)
- সিলেট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি আবদাল, সম্পাদক জোবায়ের
- দুই বছর ধরে অনুপস্থিত বেতন তুলতেন নার্সিং কর্মকর্তা!
- সুনামগঞ্জে মামলা আলোচনার ভিত্তিতে আপসরফা
» যুক্তরাজ্যে দল থেকে বহিষ্কার হলেন সিলেটের আপসানা
প্রকাশিত: ২৭. জুলাই. ২০২৪ | শনিবার
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগমকে লেবার পার্টি থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েল তার জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আপসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সিভিক মেয়র ছিলেন।
গতকাল মঙ্গলবার পার্লামেন্টে নবগঠিত লেবার সরকারের প্রথম ভোটাভুটি হয়। এ সময় প্রস্তাবটির পক্ষে ১০৩ ও বিপক্ষে ৩৬৩ ভোট পড়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি ছেলে মেয়ের জন্যও ইউনিভার্সাল ক্রেডিট বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন মাবাবারা। বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পান তিনি।
প্রস্তাবটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটির পরই আপসানা বেগম, জন ম্যাকডোনেল, রিচার্ড বার্গন, ইয়ান বাইর্ন, রেবেকা লং-বেইলি, ইমরান হুসেন, ও জারাহ সুলতানাকে আগামী ৬ মাসের জন্য দল থেকে বহিষ্কার করেন হুইপ। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকবে। এই সময় তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।
বহিষ্কৃত এমপিদের অধিকাংশই ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের অনুসারী। যিনি স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে রয়েছেন। তিনিও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
২০১৭ সালে দুই সন্তানের সুবিধা চালু করে কনজারভেটিভ সরকার। দ্য ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ ধারণা করছে, দুই সন্তান সুবিধার সীমা বাতিল করলে বছরে সরকারের ৩৪০ কোটি পাউন্ড খরচ বাড়বে।
ভোট দেওয়ার আগে আপসানা বেগম ফেসবুকে লেখেন, ‘যুক্তরাজ্যের মধ্যে শিশু দারিদ্র্যের সর্বোচ্চ হারের কিছু অংশ পূর্ব লন্ডনে। আমি আজ দুটি শিশু সুবিধার সীমা বাতিল করতে ভোট দেব।’
এদিকে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এক্সে (সাবেক টুইটার) আপসানা লিখেছেন, ‘দুটি শিশুর সুবিধা সীমার বিরুদ্ধে ভোট দিয়েছি। এটি অনেক পরিবারের জন্য শিশু দারিদ্র্য এবং খাদ্য নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান ও গভীরতর স্তরে অবদান রাখবে। দল থেকে বহিষ্কারের বিষয়টি আমাকে এখন জানানো হয়েছে।’
[hupso]