- সিলেটে ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু
- অবিস্মরণীয় উদ্যোগ: বিমান ভাড়া কমেছে ৭৫ ভাগ
- এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোন সুযোগ দেয়া হবেনা: মিয়া গোলাম পরওয়ার
- সিলেটের বিশ্বনাথে ৬’বছরের শিশু ধর্ষণকারী আটক
- কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
- চিকিৎসা সেবা ব্যাহত: কমপ্লিট শাট ডাউনে ইন্টার্নরা
- ওরা ধর্ষক
- শাহ আরেফিন টিলায় কবরস্থান থেকে পাথর উত্তোলন করা নিয়ে ব্যাপক সংঘর্ষ
- ঢাকার বিকল্প রাজধানী হতে পারে যে শহর? এআই বলছে সিলেট
- রড- সিমেন্টের দাম কমলেও স্থানীয় ব্যবসায়ীরা বিক্রি করছেন চড়া দামেই
» সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণ
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৪ | সোমবার

মধ্যবর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল সিটি ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছে। তাঁদের স্থলে সরকারের বিভিন্ন শাখা থেকে একজন করে সিটি করপোরেশন ও পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। জেলা পরিষদ গুলোতে প্রত্যেক জেলার জেলা প্রশাসক (ডিসি) দায়িত্ব পালন করবেন। এদিকে আজ সন্ধ্যা ছয়টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে নগর ভবনে আসেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। সিলেট সিটি ভবনে আবু আহমদ সিদ্দিকীকে বরণ করে নেন সিটি করপোরেশনের উর্ধতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম সুমন, প্রকৌশলী আলী আকবরসহ অন্যান্যরা। পরে সদ্যদায়িত্বপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে সার্বিক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে, সকলের সহযোগীতা চান । নাগরিক সেবা যাতে বিঘ্নিত না হয় সকলকে সচেতন থাকতে বলেন।
[hupso]