- সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উদযাপিত
- চিনি চোরাচালানে পুরনোদের জায়গায় এসেছে নতুন শেল্টারদাতা
- পুনরায় চালু হচ্ছে সিলেট – কক্সবাজার বিমান ফ্লাইট
- পটল তুললেন মেঘলা নায়িকা হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল
- সিকৃবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন
- একটি কাঙ্ক্ষিত উদ্যোগ এবং অসাধারণ বক্তব্য
- সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত
- পালিয়ে যাওয়া আওয়ামীলীগ নেতারা বেশিরভাগ ভারতে অনেকে যুক্তরাজ্যে
- সিলেটের ডিসি নিয়োগ দিয়েই বাতিল, নতুন ডিসি শের মাহবুব মুরাদ
- সিলেটের নতুন জেলা প্রশাসক এনামুল করিম
» সিলেটের পুলিশ সুপার বদলী
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার
সিলেটসহ ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সিলেট ও মৌলভীবাজারের এসপি।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে সিলেটের এসপি আব্দুল মান্নান (বিপিএম-বার)-কে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ও মৌলভীবাজারের এসপি মো. মনজুর রহমান (পিপিএম)-কে নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমান (পিপিএম-বার) ও যশোরের এসপি মো. মাসুদুল আলম (বিপিএম-বার)-কে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ভোলা জেলার পুলিশ সুপারকে হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ১০ জুলাই আব্দুল মান্নান সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগেও কাজ করেছেন তিনি।
এসপি আব্দুল মান্নান সিলেটে যোগদানের পর চিনি চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। হ্রাস পেয়েছিলো সীমান্তে চোরাচালান। ভারত থেকে চোরাই পথে আসা বড় রকমের বেশ কয়টি চোরাচালান ধরা পড়ে। সীমান্ত ঘেষা উপজেলা পুলিশ প্রশাসনের হাতে চোরা চালান জব্দ হওয়ার ঘটনা খুবই বিরল। আব্দুল পুলিশ সুপার মান্নান যোগদানের পর জেলা পুলিশের তৎপরতা লক্ষ্য করা গিয়েছিলো।
[hupso]