» মুনতাহার হত্যাকারীদের ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৪ | সোমবার

সিলেটের কানাইঘাটে আলোচিত শিশু মুনতাহার হত্যা ঘটনায় গ্রেফতার চারজনকে আজ সোমবার আদালতে তোলা হলে, খুনের ঘটনায় চারজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ) আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল এই আদেশ দেন।

রবিবার আইনি প্রক্রিয়া শেষ করতে দেরি হওয়ার আসামিদের আদালতে তোলা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ৩টার দিকে তাদের আদালতে আনা তোলা হয়।

গ্রেফতার চারজন হলেন, কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

গত ৩ নভেম্বর সকালে নিখোঁজ হয় কানাইঘাটের ৫ বছরের শিশু মুনতাহা। হত্যার পার বাড়ির পাশের ডোবায় পুঁতে রাখে ঘাতকরা। রবিবার ভোররাতে সেখান থেকে মরদেহ তুলে পাশের পুকুরে ফেলার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন এক নারী। এরপর পুলিশ গ্রেফতার করে আরও তিনজনকে।

[hupso]