- সিলেট ন্যায্য দাবী থেকে বঞ্চিত: আরিফুল হক
- যাত্রীকে বেঁধে রাখা হলো বিমানে
- প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন : ঘর দখল করে তালা ভেঙ্গে লুটপাট করেছে দেবর সুবেল
- চট্রগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
- ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে বিলম্ব
- জেলা প্রশাসক সারওয়ার আলম একটি পরিবেশবান্ধব নগরায়নে বদ্ধপরিকর
- বর্তমান সরকার দেশকে বিদেশের কাছে বন্ধক রেখে দিয়েছে
- যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে দলের সতর্কতামুলক নোটিশ
- এসিল্যান্ডের গাড়ীচাপায় পরপারে মদনমোহন কলেজ সহকারী
- ব্যাটারীচালিত রিকশা ও হকারমুক্ত ফুটপাতে সিলেটের গণমানুষ ঐক্যবদ্ধ
» আলজেরিয়া বাংলাদেশে বানিজ্য সম্পর্ক বাড়াতে চায়
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৪ | শনিবার

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানির সঙ্গে মতবিনিময় করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রদূত আবদেলওয়াহাব শিক্ষার্থী ও ব্যবসায়ীদেরকে স্বল্প সময়ে ভিসা প্রদানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে আলজেরিয়া সরকারের কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, আলজেরিয়াতে প্রচুর খেঁজুর উৎপন্ন হয়, আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশ আলজেরিয়া থেকে স্বল্পমূল্যে খেঁজুর আমদানি করতে পারে। এতে আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে। আলজেরিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, আলজেরিয়া সম্প্রতি বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশীপ সহ উচ্চশিক্ষার সুযোগ প্রদান করছে। বাংলাদেশী শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে। এছাড়াও ব্যবসায়ীদেরকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা বিজনেস ভিসা প্রদান করছি। তিনি আলজেরিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সিলেট তথা বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরপর সর্বপ্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এজন্য আমরা আলজেরিয়া সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশে উন্নতমানের তৈরী পোষাক, সিরামিক, লেদার, প্লাস্টিক পণ্য, মেলামাইন, মেডিসিন, ইলেকট্রিক ক্যাবল ও কৃষিপণ্য উৎপন্ন হয়। আলজেরিয়ার আমদানিকারকরা এসব পণ্য স্বল্পমূল্যে বাংলাদেশ থেকে আমদানি করতে পারেন।
তিনি বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। আলজেরিয়ার বিনিয়োগকারীরা সিলেটে পর্যটন, শিল্প, শিক্ষা ও আইসিটি খাতে বিনিয়োগ করতে পারেন।
সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাত সমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সাল।
এছাড়াও বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, মোহাম্মদ মাহদী সালেহীন।
[hupso]