- অপারেশন ডেভিল হান্টে সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক
- নামের আগে লেখেন শাহ, পিছনে লেখেন চৌধুরী আর এখন তিনি দুধওয়ালা
- ইনাম আহমদ চৌধুরী আর নেই
- সিলেটে ভারতী থেকে অবৈধপথে আসা কমলার চালান জব্দ
- সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের ব্যাখ্যা দিলো বিমান
- সিসিকের সাবেক কাউন্সিলর শাহানা আক্তার শানুর বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ
- আম্বরখানায় আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রে ফ তা র
- বদলে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোষাক
- সিলেটসহ চার শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান
- সিলেটের রিজেন্ট পার্ক যুবক- যুবতীদের অনৈতিক কাজের নিরাপদ জোন
» মেয়ের সম্ভ্রমহানি, খবর শুনে মা রা গেলেন বাবা
প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

মৌলভীবাজারের কমলগঞ্জের এক কিশোরীকে অপহরণের পর সিলেটে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর শুনে তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নির্যাতিতার ভাই বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করেছেন।
আটক দুজন হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লা জেলার জয়নাল মিয়া (৫৮)।
পরিবার সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এক কিশোরীকে (১৭) প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় ধর্ষকরা। সেখানে মুস্তফা ও জয়নালসহ চার-পাঁচজন তাকে টানা ৩ দিন নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। পরে চক্রটি তাকে নিয়ে যাওয়ার সময় সে গাড়ি থেকে কৌশলে পালিয়ে পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এ এ ঘটনার ধকল সইতে পেরে পরদিন রাত ৯টায় কিশোরীর বাবা হার্ট অ্যাটাকে মারা যান।
নির্যাতিত তরুণীর মামা বলেন- ‘মেয়েকে অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। মাকে উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় নিয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয় আমার ভাগনিকে। দোষীদের সঠিক বিচার দাবি করছি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন- এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞেসা করে বাকি আসামিদের আটক করা হবে।
[hupso]