- অপারেশন ডেভিল হান্টে সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক
- নামের আগে লেখেন শাহ, পিছনে লেখেন চৌধুরী আর এখন তিনি দুধওয়ালা
- ইনাম আহমদ চৌধুরী আর নেই
- সিলেটে ভারতী থেকে অবৈধপথে আসা কমলার চালান জব্দ
- সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের ব্যাখ্যা দিলো বিমান
- সিসিকের সাবেক কাউন্সিলর শাহানা আক্তার শানুর বিরুদ্ধে বাসা দখলের অভিযোগ
- আম্বরখানায় আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রে ফ তা র
- বদলে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোষাক
- সিলেটসহ চার শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান
- সিলেটের রিজেন্ট পার্ক যুবক- যুবতীদের অনৈতিক কাজের নিরাপদ জোন
» সিলেটে ৫৪ বছর পর সন্ধান মিললো পাঁচ শহীদের
প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০২৫ | বুধবার
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন ৩০ লাখ বাঙালি। যাদের অনেকেরই মরদেহ কিংবা সমাধিস্থল এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।
৭১ সালে শহীদ হওয়া এরকম ৫ জনের সমাধির সন্ধান মিলেছে সিলেটে। তার মধ্যে একজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের আসকর আলীর ছেলে শহীদ আসাদুজ্জামান বাচ্চু।
১৯৭১ সালের মে মাসে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থান নেয় পাক বাহিনী। তারা ফেঞ্চুগঞ্জে তাদের নির্মমতা চালাতে থাকে। উপজেলার ইসলামপুর গ্রামে তৎকালীন আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সমন্বয়ক ছিলেন আসকর আলী। পাক বাহিনী আসকর আলীর খোজ করতে থাকে। আসকর আলীকে না পেয়ে রাগে ক্ষোভে তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় এক ব্যক্তি শহীদ আসাদুজ্জামান বাচ্চুকে চিনিয়ে দেয় যে তিনি আসকর আলীর পুত্র! পাক হানাদার বাহিনী তখন বাচ্চুকে ধরে নিয়ে যায়।
এরপর আর তার খোঁজ মিলেনি। স্থানীয়রা ধারনা করছিলেন ফেঞ্চুগঞ্জে হানাদার বাহিনীর জল্লাদখানা খ্যাত কাইয়ার গুদামে বাচ্চুকে হত্যা করে কুশিয়ারা নদী ভাসিয়ে দেওয়া হয়েছে। এমনটা জানিয়ে ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
ঘটনার ৫৪ বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অব.) আব্দুস সালাম বীরপ্রতীক ও মুক্তিযুদ্ধের গবেষক সাংবাদিক অপূর্ব শর্মার দীর্ঘ অনুসন্ধানে সন্ধান মিলেছে শহীদ বাচ্চুর সমাধির! সিলেটের সালুটিকরস্থ ক্যাডেট কলেজ সংলগ্ন শহীদ স্মৃতি উদ্যানে সন্ধান মিলে ফেঞ্চুগঞ্জের শহীদ আসাদুজ্জামান বাচ্চুসহ আরও ৪ শহীদের সমাধির!
মুক্তিযুদ্ধের গবেষক সাংবাদিক অপূর্ব শর্মা জানান, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাক বাহিনীর জল্লাদখানা কাইয়ার গুদাম নিয়ে অনুসন্ধান ও স্মৃতি রক্ষার কাজ চলছিলো । আসাদুজ্জামান বাচ্চুকে পাকহানাদার বাহিনী ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে আলাপ করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, আসাদুজ্জামান বাচ্চুকে ধরে নিয়ে যাবার পর তারা জানতে পারেন তাকে সিলেটের সালুটিকরে নিয়ে যাওয়া হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে খোঁজ চালাতে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবদুস সালাম বীরপ্রতীকের সঙ্গে আলাপ করেন তারা।
বীরপ্রতীক অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম ও অপুর্ব শর্মার অনুসন্ধানে সালুটিকর (বর্তমান ক্যাডেট কলেজ) শহীদ স্মৃতি উদ্যানে খোঁজ মিলে ফেঞ্চুগঞ্জের আসাদুজ্জামান বাচ্চুর সমাধির!
গত শনিবার সমাধিতে নামফলক স্থাপন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, লন্ডনভিত্তিক টিভি চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ জেপি, প্রখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী এবং শহীদ আসাদুজ্জামান বাচ্চুর ছোট ভাই মানিকুজ্জামান মিরন সহ অন্যান্যরা।
এদিকে, বাচ্চু ছাড়াও আরও যে ৪ জনের নাম যুক্ত হয়েছে তারা হলেন- সিলেটের ধোপাদিঘির উত্তর পার এলাকার সাদ উদ্দিন আব্দুল্লাহ আল হাফিজের ছেলে শহীদ আব্দুল আওয়াল আল হাফিজ, খাদিমপাড়ার দত্তগ্রামের মনির আলীর ছেলে শহীদ টুনাই মিয়া, পোড়াবাড়ি এলাকার কান্দ্রু উড়াং এর ছেলে শহীদ ফাগু উড়াং এবং দাড়িয়াপাড়ার প্রভাস রঞ্জন দাশের স্ত্রী শহীদ প্রতিরাণী দাস।
[hupso]