» যেখানে সংস্কৃতির চর্চা শক্তিশালী, সেখানে সহিংসতা কম: পুলিশ কমিশনার

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৫ | শুক্রবার

শুক্রবার সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সামাজিক প্লাটফর্ম আমার সিলেট আমার অহংকার আয়োজন করে হৃদয়ে সালমান শাহ শীর্ষক আলোচনা সভার। বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ম ন জামান চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্যে

সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার আব্দুল কদ্দুছ চৌধুরী তাঁর আবেগঘন বক্তব্যে বলেন হৃদয়ে সালমান শাহ আমাদের সমাজের শান্তি সৌহার্দ্য এবং সংস্কৃতির, প্রশান্তির বার্তা বহন করে। আমরা স্মরণ করছি একজন নায়ককে যিনি শুধু পর্দায় আলো ছড়াননি, আমাদের সমাজেও ছড়িয়েছেন মানুষ হবার শিক্ষা, ভালোবাসার মূল্য এবং মানবিকতার শক্তি। সালমান শাহ ছিলেন এমন একজন শিল্পী যার অভিনয় শুধু চোখকে নয় হৃদয়কে স্পর্শ করত। তিনি বলেন তার অভিনিত চরিত্র গুলোতে ছিলো আন্তরিকতা, ভদ্রতা, সম্মান এবং মানুষের প্রতি মমতার বার্তা। এই বার্তা গুলো শান্তিপূর্ণ ও সুস্থ সমাজের ভিত্তি।
আজ যখন আমরা সমাজে সহনশীল ও পারস্পরিক সম্মান শান্তির সংস্কৃতির স্থাপন করতে চাই তখন তার কথা আমাদের বেশি করে মনে পড়ে।। পুলিশ কমিশনার বলেন আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে গিয়ে আমি দেখেছি যেখানে সংস্কৃতির চর্চা শক্তিশালী সেখানে সহিংসতা কম। যেখানে মানুষ শিল্পীর প্রতি শ্রদ্ধাশীল সেখানে ঘৃণা নয় ভালোবাসা বেশি। সালমান শাহ আমাদের সেই ভালবাসার পথ দেখিয়েছেন। একটি সুস্থ সংস্কৃতিচর্চা কখনোই অপরাধকে জায়গা দেয়না,সংস্কৃতি হৃদয়ে শান্তি আনে, সেই শান্তি সমাজে প্রশান্তি ছড়ায়। সালমান শাহ তার অভিনীত চরিত্র গুলোতে ঘৃণা ছড়ায়নি, ছিল কোমলত, সত্যনিষ্ঠতা, মানবিকতা তাঁর রোমান্স ছিলো পরিচ্ছন্ন। এ কারণে তিনি এতো বছর পরও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। ২৪ বছর অভিনয় জীবনে ২৭টি বাংলা চলচিত্রে তিনি যা দিয়েছেন তার তুলনা হয়না। তাঁর কাজে যত্ন ছিলো, আন্তরিকতা ছিলো, ভালোবাসা ছিলো। কাজের প্রতি সিরিয়াসনেস কাউকে কতদূর নিয়ে যেতে পারে তিনি তার উদাহরণ হয়ে থাকবেন। তিনি বর্তমান তরুনদের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজেকে গড়ো, মানুষকে শ্রদ্ধা করতে শেখো, নিজেদের সৃজনশীলতা দিয়ে মমতা দিয়ে এই সিলেটকে, বাংলাদেশটাকে শান্তির আর নিরাপদ করে তুলো। তিনি বলেন ঘৃণা নয় ভালবাসাই হলো একটা সুন্দর সমাজ নির্মানের শক্তি।
সালমান শাহ আমাদের হৃদয়ে আছেন থাকবেন চিরকাল ভালবাসায়, তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করেন তিনি

বিশেষ  অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, এডভোকেট কাউসার আহমদ, এডভোকেট মামুন রশীদ, নূরুল ইসলাম সুমন,
সামস্ নির্ঝরের সঞ্চালনায়, সাহরুখ বিপ্লবের ব্যবস্থাপনায় সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে” হৃদয়ে সালমান শাহ শীর্ষক” আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,  সিলেট এন্টি করাপশন সোসাইটির ভাইস চেয়ারম্যান সুয়েব লস্কর সুনামগঞ্জ  গীতিকার পরিষদের সদস্য আবর মিয়া পীর, আমীর উদ্দিন শিহাব, রেজাউল করীম লিটন, সাহরুখ বিপ্লব, শিল্পী তুহিন আহমদ, মন্তাজ মুন্না, কামাল আহমদ, এইচ এম হাফিজ, আলী হোসেন, জামাল উদ্দিন, বেলাল আহমদ, হকার্স নেতা খোকন ইসলাম, শহীদ মিয়া, রুবেল আহমদ, এনামুর রহমান জাহেদ,মাসুম আহমদ, কেয়া আহমদ, সানা উল্লাহ, অয়ন জিয়াউর রহমান বাউল উদাসী লাল,বাবুল আহমদ ফাতাহ, শিল্পী ফারজানা, কবি সাজিদুর রহমান, কয়েস আহমদ

প্রমুখ বক্তারা মহা নায়ক সালমান শাহ’র খুনিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

[hupso]