- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
- শোকপ্রকাশ
- তাহসিনা রুশদীর শোক প্রকাশ
- বিজয়ী হলে উন্নয়ন ও শান্তির জনপদে রুপান্তরিত করব: তাহসিনা রুশদীর
- শাকসু নির্বাচন ডিসেম্বরে
» বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০২৬ | সোমবার
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক অবিচল প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, এই দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে। তাঁর ত্যাগ, ধৈর্য ও সাহস আমাদের অনুপ্রেরণা।
রোববার (৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশ্বনাথে তিনটি পৃথক শোকসভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তবেব্য তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা আরও বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগর বাসীকে আহবান জানিয়ে বলেন, আসুন আগামী নির্বাচনে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় দিলে রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর গণতান্ত্রিক দেশ গঠনে বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।
রোববার দুপুরে বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর এলাকায় মহিলা দলের উদ্যোগে শোকসভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার রুজিনা বেগম, বিকেলে একই ইউনিয়নের রজকপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ বিএনপি নেতা বশারত আলী ও সন্ধ্যায় পৌরসভার শাহজিরগাও এলাকায় বিএনপি আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী চুনু মিয়া।
পৃথক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, স্থানীয় ইউপি সদস্য শামিম আহমদ,আব্দুল ওয়াহিদ,সামছুল ইসলাম, যুবনেতা শামসুল ইসলাম, শাহ আমির উদ্দিন, ছাত্রদল নেতা হোসেন আহমদ প্রবেল, ফাহিম আহমদ,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভাগুলো পরিচালনা করেন,রাসেল আহমদ,এনাম আহমদ।
