- সিলেট সিটি করপোরেশন ৩ ওয়ার্ডের সাবেক কমিশনার লায়েক গ্রেফতার
- সিলেটের বন্যা প্রতিরোধে ইটনা- মিঠামইন-অস্ট্রগ্রাম সড়ক ভাঙ্গা হবে
- সিলেটে পুলিশের ৩ পদে অদল-বদল
- জয় বাংলা শ্লাোগানে মিছিল করার অপরাধে ছাত্রলীগের দুই নেতা আটক
- কানাইঘাটে ছাত্রদল নেতা খুন
- ড.ইউনুস গংদের পদত্যাগের দাবীতে লন্ডন যুবলীগের সমাবেশ
- জকিগঞ্জে মালামালসহ আগ্নেয়াস্ত্র জব্দ
- আলজেরিয়া বাংলাদেশে বানিজ্য সম্পর্ক বাড়াতে চায়
- সিকৃবিতে বাঁধনের এক যুগ পুর্তি অনুষ্ঠিত
- সিলেট এমএ বিমান বন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরের দাবীতে সভা অনুষ্টিত ।
» দ্বিতীয় লন্ডনখ্যাত সিলেটে দারিদ্রের হার ১৭.৪
প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০২৩ | শুক্রবার
বেশি দারিদ্র্য বরিশাল বিভাগে। আর সবচেয়ে কম দারিদ্র বরিশালের পার্শ্ববর্তী বিভাগ খুলনায়। এই তালিকায় দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর রোববার প্রকাশিত খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ সালের চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই জরিপে দেশের কোন অঞ্চলে দারিদ্রতার হার কতো সে তথ্য উঠে এসেছে। রোববার (১৭ ডিসেম্বর) জরিপের প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, দেশে এখন সার্বিক দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭। ছয় বছর আগে ২০১৬ সালে যা ছিল ২৪ দশমিক ৩। দেশের অতি দারিদ্র্যের হার ৫ দশমিক ৬। ৬ বছর আগে যা ছিল ১২ দশমিক ৯।
বিবিএসের তথ্য বলছে, দেশের সবচেয়ে বেশি দারিদ্র্য এখন বরিশাল বিভাগে। এখানে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৯। আর সবচেয়ে কম খুলনা বিভাগে ১৪ দশমিক ৮। দারিদ্র্যের হিসেবে বরিশালের পরেই অবস্থান রংপুর বিভাগের। এই বিভাগে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৮। তৃতীয় স্থানে আছে ময়মনসিংহ বিভাগ। এ বিভাগে দারিদ্র্যের হার ২৪ দশমিক ২। দারিদ্র্যতার তালিকায় চতুর্থ স্থানে থাকা ঢাকায় এ হার ১৭ দশমিক ৯।
প্রবাসীদের বিভাগ বা দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট বিভাগে দারিদ্র্যের হার ১৭ দশমিক ৪। সিলেটের পরে অবস্থান রাজশাহীর। এ বিভাগে দারিদ্র্যের হার ১৬ দশমিক ৭। চট্টগ্রাম বিভাগে দারিদ্র্যের হার ১৫ দশমিক ৮ এবং খুলনায় সবচেয়ে কম ১৪ দশমিক ৮ শতাংশ মানুষ দারিদ্র্যতার মধ্যে আছেন।
বিবিএসের উপপরিচালক এবং খানা আয় ও ব্যয় জরিপ প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে যে ফলাফল এসেছিল মূল প্রতিবেদনেও তাই এসেছে। চূড়ান্ত প্রতিবেদনে একটু বিস্তারিত বলা হয়েছে। গত ছয় বছরে দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হওয়ায় আয়-ব্যয়ে পরিবর্তন এসেছে।
[hupso]