- প্রাণে বাঁচতে আত্মহত্যা করলেন কানাইঘাটের যুবক
- কোম্পানীগঞ্জের ভয়ানক চাঁদাবাজকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি
- এমসি কলেজ ছাত্রদলের সভাপতি সামি, সেক্রেটারি জুনেদ
- গোয়াইনঘাটে নিখোঁজ বিজিবির লাশ উদ্ধার
- বিয়ানীবাজারে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
- আবুল হত্যা মামলার দুই আসামী র্যাবের জালে আটক
- সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবত জীবন
- ডিএনএম আইসি পরীক্ষায় জানা যাবে আপনি কতদিন বেঁচে থাকবেন।
- দেশ এখন আন্তর্জাতিক দুর্বৃত্তদের কবলে : জেড আই খান পান্না
- আরামবাগ উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি গঠন
» বিবিয়ানা গ্যাস ফিল্ডের আশেপাশে ভয়ংকর কম্পনে বাড়ী ঘরে ফাটল
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৪ | রবিবার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রের আশপাশের এলাকায় ভূমিকম্পের মতো তীব্র কাঁপুনি অনুভূত হয়েছে। যে কারণে বেশ কিছু বাসা-বাড়িতে দেখা দিয়েছে ফাটল। এ ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের নর্থ প্যাডে এ ঘটনা ঘটে। রাতেই এলাকাবাসি গ্যাসক্ষেত্র এলাকায় বিক্ষোভ করলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে পরে পরিস্থিতি শান্ত হয়। রোববার বিকেল ৩টার দিকে ফের বিক্ষোভে নামে হাজারো এলাকাবাসী।
এদিকে, এ ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খণিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
এলাকাবাসীর অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে রোববার ভোর পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রতিদিন তিন থেকে চারবার বিকট শব্দ ও অতিরিক্ত কাঁপুনি হয়। এতে মাটি কেঁপে বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছে। তীব্র কাঁপুনিতে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ ঘটনায় রোববার (৪ফেব্রুয়ারি) পেট্রোবাংলার পরিচালিক (পিএসসি) মো. আলতাফ হোসেনের স্বাক্ষর করা অফিস আদেশে গঠিত তদন্ত কমিটিতে সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কমিটির আহ্বায়ক, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক মহা ব্যবস্থাপক (ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন) মো. সালাহ উদ্দিনকে সদস্য সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেনকে সদস্য করা হয়েছে।
আদেশে বলা হয়, তদন্ত কমিটি সরেজমিন বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শন করে ভূগঠনগত তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করবে। এছাড়া স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনমনে সৃষ্ট ভীতি ও আতঙ্ক দূর করতে স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা করবে। কমিটিকে ভূকম্পনের পেছনে গ্যাস ফিল্ডগুলোর প্রভাব বিশ্লেষণ করে ও প্রকৃত কারণ উদঘাটন করে আগামী তিনদিনের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যানকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
[hupso]