- সিলেট এন্টি করাপশন সোসাইটির পুর্ণাঙ্গ কমিটি গঠন
- কোয়ারী বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে পাথর সংশ্লিষ্টরা
- পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
- পঞ্চগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-২০২৫ সম্পন্ন
- আত্মজা খুনি
- মেজরটিলায় মেয়ে ও পিতার গলা কাটা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
- জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
» কৃষিতে উদ্যাক্তা তৈরিতে সিকৃবিতে স্কলারশিপ
প্রকাশিত: ১১. মার্চ. ২০২৪ | সোমবার

স্নাাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যােক্তা হিসাবে তৈরি করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তির আয়ােজন করতে যাচ্ছে। জাহানজব রশীদ এগ্রিপিনারশিপ ফান্ড থেকে এই বৃত্তি প্রদান করা হবে জানিয়েছে জনসংযাোগ ও প্রকাশনা দপ্তর। ১১ মার্চ সােমবার ভাইস চ্যান্সেলর সচিবালয় “জাহানজব রশীদ এগ্রিপিনারশিপ ফান্ড” এবং “সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়” প্রশাসনের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের উদ্যাগে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মােঃ জামাল উদ্দিন ভূঞা। জাহানজব রশীদ এগ্রিপিনারশিপ ফান্ডের পক্ষ থেকে স্বাক্ষর করেন ফান্ডের প্রসিডেন্ট শায়ান রশীদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মাোঃ বদরুল ইসলাম। বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক ড. তিলক নাথের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ পরিচালক (সাউরস), পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (জনসংযােগ), প্রক্টর, ফ্যাকাল পয়েট, ইনোভেশন ও ই-গভর্ন্যান্স কমিটিসহ বিভিন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য প্রতিবছর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রকল্প প্রস্তাবনা যাচাই এর পর শ্রেষ্ঠ পাঁচটি প্রকল্পে এই চুক্তির মাধ্যমে অর্থায়ন করা হব।
[hupso]