» স্বভাব বদলায়নি বালাগঞ্জের আব্দুল আহাদের

প্রকাশিত: ১৪. এপ্রিল. ২০২৪ | রবিবার

শনিবার (১২ এপ্রিল) সকাল। দুবাই থেকে একটি ফ্লাইট নেমেছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ফ্লাইটে দেশে ফিরেছেন দুই প্রবাসী। একজন পাসপোর্ট কাস্টম স্ক্যানিং মেশিনের সামনে তার দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট রেখেছিলেন। কিন্তু কৌশলে দ্বিতীয় প্রবাসী চুরি করে সটকে পড়েন।
 

চুরির বিষয়টি বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী প্রবাসী এ বিষয়ে ভুক্তভোগী রসময় চন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর দ্বারস্থ হন। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলি গ্রামে।
 

রসময়ের আবেদনের প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)-৭ এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিম। তারা সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে অভিযুক্তকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরে ওই দিনই রাত ৮টার সিলেটের বালাগঞ্জে অভিযান চালিয়ে আব্দুল আহাদ নামক ‘চোর’-কে তার বাড়ি থেকে আটক এবং চুরি করা দুটি স্মার্ট ফোন ও দুটি পাসপোর্ট উদ্ধার করে এপিবিএন টিম।
 

এপিবিএন-এর মিডিয়া সেল জানায়- রসময় ও আব্দুল আহাদ একই ফ্লাইটে দেশে এসেছিলেন।

আটকের পর আব্দুল আহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে এপিবিএন।

[hupso]