- আজহারীর মাহফিলের পর একটি চুরি ও ২৫ জিডি করা হয়েছে
- শাবি’র ২৯ শিক্ষার্থী বহিষ্কার
- সিলেটে ৫৪ বছর পর সন্ধান মিললো পাঁচ শহীদের
- মেয়ের সম্ভ্রমহানি, খবর শুনে মা রা গেলেন বাবা
- বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতা কর্মীর আদালতে আত্মসমর্পণ ৬ জন জেল হাজতে
- সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারি নাসির
- আল্লামা বালাউটি রহ ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন |
- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে
- আওয়ামীগের করা প্রকল্পগুলো ৯৫ ভাগই বাতিলের তালিকায়
» মেয়ের সম্ভ্রমহানি, খবর শুনে মা রা গেলেন বাবা
প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
মৌলভীবাজারের কমলগঞ্জের এক কিশোরীকে অপহরণের পর সিলেটে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর শুনে তার বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় নির্যাতিতার ভাই বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা করেছেন।
আটক দুজন হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লা জেলার জয়নাল মিয়া (৫৮)।
পরিবার সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এক কিশোরীকে (১৭) প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় ধর্ষকরা। সেখানে মুস্তফা ও জয়নালসহ চার-পাঁচজন তাকে টানা ৩ দিন নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। পরে চক্রটি তাকে নিয়ে যাওয়ার সময় সে গাড়ি থেকে কৌশলে পালিয়ে পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
এ এ ঘটনার ধকল সইতে পেরে পরদিন রাত ৯টায় কিশোরীর বাবা হার্ট অ্যাটাকে মারা যান।
নির্যাতিত তরুণীর মামা বলেন- ‘মেয়েকে অপহরণের কথা শুনে বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এই পরিবারটি এমন দুটি ঘটনায় এলোমেলো হয়ে আছে। মাকে উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় নিয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ধর্ষণ করা হয় আমার ভাগনিকে। দোষীদের সঠিক বিচার দাবি করছি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজুর রহমান বলেন- এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞেসা করে বাকি আসামিদের আটক করা হবে।
[hupso]