সর্বশেষ

» আমাকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে মানা করা হয়েছিল: তামিম ইকবাল

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২৩ | বুধবার

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন ছড়ায়, শারীরিক অসুস্থতার কারণে বিশ্বকাপে শুধু ৫ ম্যাচ খেলার প্রস্তাব করেছিলেন তামিম। যে কারণে দেশসেরা ওপেনারকে ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে রাখেনি বিসিবি। তবে তামিম বললেন, কাউকেই ৫ ম্যাচ খেলার বিষয়ে কিছু বলেননি তিনি। দেশসেরা ওপেনার জানালেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে খেলতে মানা করা হয়েছিল।  

   

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডেও খেলেন তিনি। তৃতীয় ম্যাচে বিশ্রাম চান তামিম। দেশসেরা ওপেনার জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে পিঠের পুরনো চোট নিয়ে সাবধানতা অবলম্বনেই তৃতীয় ওয়ানডে খেলতে চান না তিনি। তবে এরপর গোটা দৃশ্যপটই পাল্টে যায়। কিছুদিন আগেই বাংলাদেশের ওয়ানডের নেতৃত্ব ছাড়া তামিমকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে আজ বিকালে নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তামিম। সেখানে তিনি বলেন, ‘একটা বিষয় আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো সময় কাউকে বলিনি যে, ৫টা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময়ই হয়নি। আমি নিশ্চিত গতকাল (সংবাদ সম্মেলনে নির্বাচক মিনহাজুল আবেদীন) নান্নু ভাইও বিষয়টি স্পষ্ট করেছেন। এই একটা মিথ্যা কথা, ভুল কথা… আমি জানি না কীভাবে গণমাধ্যম এই কথাটা পেলো, কিংবা কে এই কথাটা ছড়িয়েছে! এই জিনিসটা পুরোপুরি মিথ্যা।’ 

তামিম বলেন, ‘মিডিয়াতে যে জিনিসটা আসছে, ইনজুরি কিংবা ৫ ম্যাচ খেলার শর্ত- আমার মনে হয় না আমার বিশ্বকাপে না খেলার পেছনে এর কোনো প্রভাব আছে। আমি এখনো ইনজুরড হইনি। ব্যথা থাকতে পারে, কিন্তু আমি এখনো চোটে পড়িনি। বোর্ডের শীর্ষ পর্যায়ের একজন আমায় ফোন করলেন। তিনি আমাদের ক্রিকেটের সঙ্গে বেশ ভালোভাবেই জড়িত। উনি বললেন যে, তুমি তো বিশ্বকাপ খেলতে যাবে। তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। এক কাজ করো, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলো না তুমি। আমি বললাম, ভাই এটা তো আরো ১২-১৩ দিনের কথা। এই সময়ের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। আমি কী কারণে খেলব না।’  

এরপর তামিমকে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের প্রস্তাবও দেয়া হয়। তামিম বলেন, ‘(বিসিবির সেই কর্তা তামিমকে বলেন) তুমি যদি খেলো, তাহলে আমরা এমন একটা পরিকল্পনা করছি, তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো।’  

তামিম বলেন, ‘আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। কোনো দিন নিচে ব্যাটিং করিনি। আমার এমন কোনো অভিজ্ঞতাও নেই। স্বাভাবিকভাবেই তার কথাটা আমি ভালোভাবে নিইনি। আমি কিছুটা উত্তেজিতও হয়ে গিয়েছিলাম। আমার কাছে বিষয়টি পছন্দ হয়নি। আমার কাছে মনে হচ্ছে, আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেয়া হচ্ছে।’

[hupso]