- সিলেট এন্টি করাপশন সোসাইটির পুর্ণাঙ্গ কমিটি গঠন
- কোয়ারী বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে পাথর সংশ্লিষ্টরা
- পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
- পঞ্চগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-২০২৫ সম্পন্ন
- আত্মজা খুনি
- মেজরটিলায় মেয়ে ও পিতার গলা কাটা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
- জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
» ভারতীয় পুলিশে বাড়ছে ভয়ংকর হিংস্রতা, মুসলিম বিদ্বেষ
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৩ | শনিবার

বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। শুক্রবার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বাবর-রিজওয়ানদের অনুপ্রাণিত করতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ হর্ষধ্বনি দিচ্ছিলেন পাকিস্তানি এক ক্রিকেট ভক্ত। এতে বাধ সাধেন গ্যালারিতে দায়িত্বরত এক ভারতীয় পুলিশ সদস্য। পাকিস্তানের নামে কোনো স্লোগান দিতে নিষেধ করেন তিনি।
পাকিস্তানি ইউটিউবার মমিন সাকিবের টুইটারে পোস্টকৃত ভিডিওতে দেখা যায়, এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে এক পাকিস্তানি দর্শক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিলে তাকে গিয়ে থামিয়ে দেন এক পুলিশ সদস্য। এতে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সেই সমর্থক বলেন, ‘ভারত মাতা কি জয় বলতে পারলে পাকিস্তান জিন্দাবাদ বলা যাবে না কেন?’
তখন সেই পুলিশ সদস্য বলেন, ‘ভারত মাতা কি জয় ভালো, কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ভালো না।’ প্রত্যুত্তরে সেই সমর্থক বলেন, ‘কেন নয়? পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান খেলছে, তাহলে পাকিস্তান জিন্দাবাদ না বলে কী বলব?’ এরপর সেই সমর্থক ফোন বের করে বলেন, ‘আমি একটি ভিডিও বানাব। আপনি আমাকে আনুষ্ঠানিকভাবে বলেন যে আমি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারব না।’ এরপর আর কোনো উত্তর দেননি সেই পুলিশ সদস্য।
মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটিতে অনেক প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। বিক্রম গুপ্ত নামের এক ভারতীয় লেখেন, ‘নিজ দেশের দলকে সমর্থন করার অধিকার সকলের রয়েছে।’ একজন লিখেছেন, ‘আমি একজন ভারতীয়। কিন্তু এটা একেবারেই ঠিক হয়নি।’ আরেকজন লিখেন, ‘একজন ভারতীয় হিসেবে এই ধরনের আচরণে আমি হতাশ।’
নেতিবাচক প্রতিক্রিয়াও দেখিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। একজন লিখেছেন, ‘কিসের জন্য পাকিস্তান জিন্দাবাদ? যে দেশ নিয়মিত আমাদের আক্রমণ করছে, সেই দেশের নাগরিকরা আমাদের এখানে এসে কীভাবে এটা বলতে পারে?’ একে চৌধুরী নামের একজন ভারতীয় লিখেন, ‘সন্ত্রাসবাদ এবং ক্রিকেট একইসঙ্গে চলতে পারে না।
সন্ত্রাসী দেশের জিন্দাবাদ আমাদের দেশে আমরা সহ্য করবো না। ওয়েল ডান, পুলিশম্যান!’ ভিপিন মিশরা নামের একজন কৌতুক করে লিখেন, ‘ম্যাচ হারার পর কান্না শুরু হয়ে গেলো যে, পাকিস্তান জিন্দাবাদ বলতে না দেয়ায় আমরা হেরে গেছি।’
[hupso]