- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে
- আওয়ামীগের করা প্রকল্পগুলো ৯৫ ভাগই বাতিলের তালিকায়
- সিলেট- সুনামগঞ্জ সীমান্তে ৩ কেটি টাকার চোরাই পণ্য জব্দ
- শাপলা বিল থেকে ফেরার পথে তামাবিল সড়কে প্রাণ হারালো তিন তরুণ
- সিলেট আদালত পাড়ায় পুলিশের মাঝখানে নূুরুকে পেটালেন তারা
- সিলেট-১ সংসদীয় আসনে প্রার্থী নিশ্চিত করলো বিএনপি
- বিজয় দিবসে নুপুর বেতার শ্রোতা ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পন
- সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
- আজ সিলেট মুক্ত দিবস
» উৎসাহ ও প্রেষণামূলক সৌজন্য ক্লাস পরিচালনা করলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৩ | শনিবার
১৬০ জন শিক্ষার্থীর উৎসাহ ও প্রেষণামূলক সৌজন্য ক্লাস পরিচালনা করলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।
শনিবার (০৪ নভেম্বর) সিলেট সেনানিবাসে স্টেশন অফিসার্স মেসে এই ক্লাস অনুষ্ঠিত হয়।
এতে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
এছাড়া সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন তিনি। মন্ত্রী ডিভিশন পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পর স্কুলের অধ্যক্ষ কর্তৃক প্রতিষ্ঠান সম্পর্কে একটি ব্রিফিং এ অংশগ্রহণ করেন।
পরে শিক্ষার্থীদের যৌথ আয়োজনে পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ ও প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে প্রয়াস স্কুলের নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রয়াস স্কুলের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে অবগত হন।
কর্নেল এ্যাডমিনিস্ট্রেশন, এরিয়া সদর দপ্তর প্রয়াস স্কুলের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
এসময় সেলিনা মোমেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মেলার প্রজেক্ট ও আর্টস এন্ড ক্রাফ্ট প্রদর্শনী উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারীদের উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
পরিদর্শনকালীন মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল; সেনাবাহিনীর উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ; নবনির্বাচিত মেয়র, সিলেট সিটি কর্পোরেশন; চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট; উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা, সিলেট; পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ; শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ;প্রধান শিক্ষক উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা, সিলেট; ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং জাতীয় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
[hupso]