» সিলেট আরো গ্যাস পাওয়া গেছে

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৩ | মঙ্গলবার

দেশের জ্বালানি খাতের জন্য আরও একটি সুখবর নিয়ে এলো পেট্রোবাংলার কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

এই কোম্পানির কৈলাশটিলা ২ নম্বর কূপ সফলভাবে ওয়ার্কওভার করে ডিপার হরাইজোনে গ্যাসস্তরের সন্ধান পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই এই কূপ থেকে দৈনিক ৭০ লক্ষ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

গ্যাসের বর্তমান বাজার মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ৩৬০০ কোটি টাকা। এছাড়াও গ্যাসের সাথে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট উৎপাদন করা যাবে।

অপরদিকে এলএনজি প্রাইস বিবেচনায় উক্ত গ্যাসের মূল্য ৯৯০০ কোটি টাকা। উল্লেখ্য এ কূপের ওয়ার্কওভারে কোম্পানির নিজস্ব অর্থায়নে ব্যয় হচ্ছে প্রায় ৭১ কোটি ৮৫ লক্ষ টাকা।

[hupso]