- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে
- আওয়ামীগের করা প্রকল্পগুলো ৯৫ ভাগই বাতিলের তালিকায়
- সিলেট- সুনামগঞ্জ সীমান্তে ৩ কেটি টাকার চোরাই পণ্য জব্দ
- শাপলা বিল থেকে ফেরার পথে তামাবিল সড়কে প্রাণ হারালো তিন তরুণ
- সিলেট আদালত পাড়ায় পুলিশের মাঝখানে নূুরুকে পেটালেন তারা
- সিলেট-১ সংসদীয় আসনে প্রার্থী নিশ্চিত করলো বিএনপি
- বিজয় দিবসে নুপুর বেতার শ্রোতা ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পন
- সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
- আজ সিলেট মুক্ত দিবস
» নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে ঝড়
প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০২৩ | সোমবার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে আলোচনার ঝড়। এ নিয়োগে সিলেট বিভাগের কাউকে আবেদন করতে নিষেধ করায় অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। তবে ইতিবাচক মন্তব্যও করছেন অনেকে।
আর ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে- নীতিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণেই সিলেট বিভাগের কাউকে আবেদন করতে নিষেধ করা হয়েছে।
জানা গেছে, এমএজি ওসমানী মেডিকেল কলেজে ‘অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে’ এ মর্মে ১৩ ডিসেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শর্ত জুড়ে দেওয়া হয়- সিলেট বিভাগ অর্থাৎ- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এবং কুমিল্লা জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই ‘এ নিয়োগে সিলেটকে বঞ্চিত করা হয়েছে’ উল্লেখ করে মন্তব্য করেন।
তবে অনেকে করেছেন ইতিবাচক মন্তব্যও। তারা লেখেন- নিশ্চয় কোনো কারণবশতঃ এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেন- বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। এটি জেলাভিত্তিক নয়, জাতীয় নিয়োগ। এ নিয়োগের ক্ষেত্রে জাতীয় নীতিমালা অনুসরণ করতে হয়েছে। বিষয়টি হচ্ছে- জেলাভিত্তিক কোটায় নিয়োগ পেয়ে এখন ওসমানী মেডিকেল কলেজে সিলেট বিভাগের ৬২ জন কর্মরত আছেন। সিলেটের কোটা পরিপূর্ণ হয়ে যে হার আরও বেশি। আর কুমিল্লার কর্মরত আছেন ৫ জন। ফলে সিলেট বিভাগের ৪ জেলা এবং কুমিল্লা জেলার বাসিন্দাদের আর নিয়োগ দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে এই ৫ জেলার বাসিন্দাদের আবেদন করতে না বলার অন্যতম কারণ হচ্ছে- যেহেতু সুযোগ নেই, তারা যেন আবেদন করে হয়রানির শিকার না হন। তাই বিষয়টি নিয়ে কাউকে বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানানো হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজে অফিস সহায়ক পদে ৩৪ জন নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
এদিকে, এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফেসবুকে যারা সমালোচনা করছেন তাদের বিরুদ্ধেও অনেকে মন্তব্য করেছেন। মন্তব্যকারীরা বলছেন- সমালোচনাকারীদের মধ্যে অনেকেই সিলেটে বিভিন্ন সময় সরকারি নিয়োগের ক্ষেত্রে ‘তদবিরবাণিজ্য’ করেছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সিলেটের কোটা না থাকায় হয়তো তারা ‘বঞ্চিত হয়ে চটে গেছেন’।
[hupso]