- সিলেটের বিশ্বনাথে ৬’বছরের শিশু ধর্ষণকারী আটক
- কিসের ইফতার কিসের কি একে অপরকে ঘায়েল করতে উন্মাদ দু’গ্রামবাসী
- চিকিৎসা সেবা ব্যাহত: কমপ্লিট শাট ডাউনে ইন্টার্নরা
- ওরা ধর্ষক
- শাহ আরেফিন টিলায় কবরস্থান থেকে পাথর উত্তোলন করা নিয়ে ব্যাপক সংঘর্ষ
- ঢাকার বিকল্প রাজধানী হতে পারে যে শহর? এআই বলছে সিলেট
- রড- সিমেন্টের দাম কমলেও স্থানীয় ব্যবসায়ীরা বিক্রি করছেন চড়া দামেই
- ওয়াইফাই সিটির নামে ওয়াইফাই সংযোগ হরিলুট প্রজেক্ট গুলোর একটি
- অপারেশন ডেভিল হান্টে সিলেটে আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা আটক
- নামের আগে লেখেন শাহ, পিছনে লেখেন চৌধুরী আর এখন তিনি দুধওয়ালা
» সিলেট ওসমানী বিমানবন্দরে নামলো আবারো কিছু এয়ারলাইনস
প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকালের দিকে সবগুলো ফ্লাইট অবতরণ করে। যে ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে অবতরণ করেছে সেগুলো সবই ইউএস বাংলা এয়ারলাইন্সের।’
এ বিষয়ে ইউএস-বাংলার ওসমানী বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন বলেন, ফ্লাইটগুলো আসছিল চীন, দুবাই, দোহা, শারজা ও সিঙ্গাপুর থেকে। এর মধ্যে সকাল ৭টা ৫৩ মিনিটে প্রথম একটি অবতরণ করে এবং শেষ ফ্লাইটটি অবতরণ করে ৮টা ৪০ মিনিটে। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১০টা থেকে ফ্লাইটগুলো ঢাকায় যাওয়া শুরু হয়েছে। এই ফ্লাইটগুলোতে গোলযোগের কোনো ঘটনা ঘটেনি।
এর আগে ২ জানুয়ারি ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৫টি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোমবার রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি উড়োজাহাজ আটকা পড়ে।
[hupso]