- আল্লামা বালাউটি রহ ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন |
- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে
- আওয়ামীগের করা প্রকল্পগুলো ৯৫ ভাগই বাতিলের তালিকায়
- সিলেট- সুনামগঞ্জ সীমান্তে ৩ কেটি টাকার চোরাই পণ্য জব্দ
- শাপলা বিল থেকে ফেরার পথে তামাবিল সড়কে প্রাণ হারালো তিন তরুণ
- সিলেট আদালত পাড়ায় পুলিশের মাঝখানে নূুরুকে পেটালেন তারা
- সিলেট-১ সংসদীয় আসনে প্রার্থী নিশ্চিত করলো বিএনপি
- বিজয় দিবসে নুপুর বেতার শ্রোতা ক্লাবের পুষ্পার্ঘ্য অর্পন
- সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
» নিষেধাজ্ঞার প্রতিবাদে শাবিপ্রবির ক্যাম্পাসে ‘গণ ইফতারের’ ঘোষণা শিক্ষার্থীদের
প্রকাশিত: ১২. মার্চ. ২০২৪ | মঙ্গলবার
পবিত্র রমজান মাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন মানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। ফেসবুকে ওই বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়লে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই নির্দেশনার প্রতিবাদে আজ মঙ্গলবার (১২ মার্চ) ক্যাম্পাসের গোলচত্বরে ‘গণ ইফতার’ কর্মসূচির ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচিও পালন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।’
বিজ্ঞপ্তি জারির বিষয়টি সোমবার সকালে জানাজানি হলে দুপুরের পর থেকে এ নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ সরব হন। তাঁরা দ্রুত এ নির্দেশনা বাতিলের আহ্বান জানান। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আসলে ইফতার পার্টি আমাদের ঐতিহ্য। ইউনেস্কো কর্তৃক যা স্বীকৃতিও পেয়েছে। এটি আমাদের মধ্যে মমতা, স্নেহ ও সহানুভূতির সৃষ্টি করে রমজানের পবিত্রতার মধ্য দিয়ে। তাই, এর ধারাবাহিকতা বজায় রাখা দরকার।তাই শিগগিরই কতৃৃপক্ষের এ সিদ্ধান্ত বাতিল করবে আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘ইফতারকে বিশ্বের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে তুলে ধরেছে জাতিসংঘের ইউনেস্কো। আর আমরা সেটিকে অবহেলা করে কী প্রমাণ করতে চাই?’-প্রশ্ন রাখেন এই শিক্ষার্থী। বলেন, ‘আমরা ধর্মীয়, সামাজিক প্রয়োজনে ইফতার পার্টি আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করি।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘রমজান মাসে ক্যাম্পাসে ইফতার মাহফিল এবং এর বরাতে বিভিন্ন ডিপার্টমেন্টের মুসলিম ছাত্রদের একত্রিত হওয়া ক্যাম্পাসের অবিচ্ছেদ্য ও প্রতিষ্ঠিত সংস্কৃতি। শান্তিপ্রিয় মুসলিমদের সম্পূর্ণ শান্তিপূর্ণ ইফতার মাহফিল করতে নিষেধ দেওয়া দুরভিসন্ধিমূলক। এমন প্রচেষ্টার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যারা এ কার্যক্রমকে বাস্তবায়ন করতে নানারকমভাবে সহযোগিতা করছে তাদের সুবোধোদয় কামনা করছি।’
এদিকে, শাবিপ্রবির বিজ্ঞপ্তির পর ক্যাম্পাসে ইফতারে নিষেধাজ্ঞার বিবৃতি দেয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই দুই বিশ্ববিদ্যালয়ে ইফতারে নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বক্তরা বলেছেন, ‘এই ধরনের বিজ্ঞপ্তি জাতির সাথে তামাশা। এমন ঘৃণ্য বিজ্ঞপ্তি অতি দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাই।’ একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করার দাবিও জানান তারা।
এ ছাড়া প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
[hupso]