- শোডাউনের মাধ্যমে প্রচারণায় আরিফ চাইলেন নমিনেশন
- সিলেট বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্যনির্ধারণ রবিবার
- ৩২ ঘন্টায় সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ জন আটক ।
- সিলেট ন্যায্য দাবী থেকে বঞ্চিত: আরিফুল হক
- যাত্রীকে বেঁধে রাখা হলো বিমানে
- প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন : ঘর দখল করে তালা ভেঙ্গে লুটপাট করেছে দেবর সুবেল
- চট্রগ্রামে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
- ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে বিলম্ব
- জেলা প্রশাসক সারওয়ার আলম একটি পরিবেশবান্ধব নগরায়নে বদ্ধপরিকর
- বর্তমান সরকার দেশকে বিদেশের কাছে বন্ধক রেখে দিয়েছে
» সিলেট দিয়ে ভারতীয় চিনি চোরা চালান থামছেইনা
প্রকাশিত: ১১. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার

প্রতিদিনই ভারত থেকে নামছে চোরাই চিনি,প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ছে ট্রাকভর্তি চোরাই চিনি। আজ
গোয়েন্দা (ডিবি) ও শাহ পরাণ তদন্তকেন্দ্র পুলিশের অভিযানে ৭টি ট্রাকভর্তি ১ লাখ ১৯ হাজার ৬ শ কেজি ভারতীয় চোরাই জব্দ করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকা। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে শাহপরাণ ব্রিজ ও বটেশ্বর এলাকা থেকে এসব চিনি জব্দ করে পুলিশ।
এসময় ৭ জনকে আটক করা হয়। তারা হলেন- পাবনা জেলার সুজানগর থানার আন্দরকুটা গ্রামের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), পাবনা সদর থানার নাজিরপুর (কাজিপাড়া) গ্রামের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২), একই গ্রামের মো. সিরাজ সিরাইয়ের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), রাজশাহী জেলার চারঘাট থানার খরের বাড়ি গ্রামের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর জেলার সদর থানার মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদর থানার জালালপুর গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই থানার বাবুল চারা গ্রামের জাহান শেখের ছেলে শাকিল শেখ (২০)।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী।
তিনি বলেন- গোপন সূত্রে খবর পেয়ে ডিবি’র একটি টিম ভোর সাড়ে ৪টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস দিয়ে আসা ৭টি ট্রাক শাহপরাণ ব্রিজ এলাকা থেকে আটক করে। এসময় বহরের পেছনের একটি পেছন থেকে পালিয়ে যেতে চেষ্টা করে। সঙ্গে সঙ্গে শাহপরাণ থানাপুলিশকে অবগত করলে শাহপরাণ (রহ.) মাজার তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় আমরা মাজার এলাকা থেকে সেই ট্রাক আটক করি। এই ৭টি ট্রাক থেকে ১ লাখ ১৯ হাজার ৬ শ কেজি ভারতীয় চোরাই জব্দ করা হয়েছে। ১২০ টাকা করে যার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকা।
অভিযানের পর আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
[hupso]