- বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতা কর্মীর আদালতে আত্মসমর্পণ ৬ জন জেল হাজতে
- সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারি নাসির
- আল্লামা বালাউটি রহ ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন |
- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে
- আওয়ামীগের করা প্রকল্পগুলো ৯৫ ভাগই বাতিলের তালিকায়
- সিলেট- সুনামগঞ্জ সীমান্তে ৩ কেটি টাকার চোরাই পণ্য জব্দ
- শাপলা বিল থেকে ফেরার পথে তামাবিল সড়কে প্রাণ হারালো তিন তরুণ
- সিলেট আদালত পাড়ায় পুলিশের মাঝখানে নূুরুকে পেটালেন তারা
- সিলেট-১ সংসদীয় আসনে প্রার্থী নিশ্চিত করলো বিএনপি
» সিকৃবিতে হকৃবির ভিসি সায়েমের কুশপুত্তলিকা দাহ
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) সদ্য নিয়োগ প্রাপ্ত ভিসি আওয়ামী সরকারের দোসর প্রফেসর সায়েমের নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সিকৃবি প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিকৃবির সমন্বয়ক মোঃ আজিজুল হক, মোঃ আল হোসাইন, কর্মচারী প্রতিনিধি মো. ফয়েজ আহম্মেদ, মোঃ আবদুল হামিদ, মোঃ শাহাব উদ্দিন, কর্মকর্তা প্রতিনিধি গাজী মোঃ জহিরুল ইসলাম, মো. নেয়ামত উল্যাহ, শিক্ষক প্রতিনিধি প্রফেসর ড. সামিউল আহসান তালুকদার, প্রফেসর ড. মাছুদুর রহমান, প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, প্রফেসর ড. মাহবুব-ই-ইলাহী, প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. সুলতান আহমেদ, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. মাহবুব ইকবাল, প্রফেসর ড. মোঃ কাওসার হোসেন, প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকী, প্রফেসর ড. আব্দুল আজিজ ও প্রফেসর মোঃ আতাউর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী আওয়ামী ফ্যাসিস্ট,গণহত্যার দোসর প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিনকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ প্রদানের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানান।
এ সময় তারা বলেন, ড. মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দানকারী সিকৃবির এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের শিক্ষক আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) সাবেক সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আজীবন সদস্য, গশিপ মনোনিত প্যানেল থেকে বিএনপি পন্থী সাদা দলকে ভয় দেখিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সাবেক ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, সাবেক পরিচালক গবেষণা প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ একজন কট্টর আওয়ামী সমর্থক। তিনি জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী সমর্থিত শিক্ষকদের শান্তি সমাবেশের উদ্যোক্তা ছিলেন সায়েম উদ্দিন।
তিনি সাবেক সরকারের আমলে সিকৃবিতে নিয়োগ প্রাপ্ত দুর্নীতিবাজ ভাইস-চ্যান্সেলরদের ব্যবহার করে সিকৃবিতে নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নজির স্থাপন করেন। প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদকে হকৃবির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে যা জুলাই-আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করার সামিল। এই নিয়োগ কোন ভাবে মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিলসহ নিয়োগের পেছনে ষড়যন্ত্রকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সুতরাং কালকের মধ্যে এই নিয়োগপত্র বাতিল করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে প্রফেসর সায়েম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সায়েম উদ্দিনকে হকৃবির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সর্বশেষ খবর
- বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতা কর্মীর আদালতে আত্মসমর্পণ ৬ জন জেল হাজতে
- সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারি নাসির
- আল্লামা বালাউটি রহ ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন |
- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে
এই বিভাগের আরো খবর
- বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতা কর্মীর আদালতে আত্মসমর্পণ ৬ জন জেল হাজতে
- সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন, সেক্রেটারি নাসির
- আল্লামা বালাউটি রহ ৫ম ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন |
- সিলেট সীমান্তে প্রায় সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আমাজনের জঙ্গলে স্বয়ংক্রিয় ক্যামেরায় নতুন এক সম্প্রদায়ের খোঁজ পাওয়া গেছে