- ভারতে বাংলাদেশ বিরোধীদের বাধায় সীমান্তে আটকা শতকোটি টাকার পণ্য
- ৫৭ ভাগ মানুষ আওয়ামীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে
- আরেক মা ম লা য় জামিন পেলেন মান্নান
- সিলেট সিটি করপোরেশন ৩ ওয়ার্ডের সাবেক কমিশনার লায়েক গ্রেফতার
- সিলেটের বন্যা প্রতিরোধে ইটনা- মিঠামইন-অস্ট্রগ্রাম সড়ক ভাঙ্গা হবে
- সিলেটে পুলিশের ৩ পদে অদল-বদল
- জয় বাংলা শ্লাোগানে মিছিল করার অপরাধে ছাত্রলীগের দুই নেতা আটক
- কানাইঘাটে ছাত্রদল নেতা খুন
- ড.ইউনুস গংদের পদত্যাগের দাবীতে লন্ডন যুবলীগের সমাবেশ
- জকিগঞ্জে মালামালসহ আগ্নেয়াস্ত্র জব্দ
» কোটা আন্দোলন:শাবি-তে রং -তুলিতে প্রতিবাদ
প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৪ | সোমবার
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সিলেটে দেয়াললিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২৮ জুলাই) বিকেল পাঁচটা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি শুরু করা হয়। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী তিনটি গ্রাফিতি ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান সংবলিত লেখা রংতুলি দিয়ে লিখেছেন শিক্ষার্থীরা।
গ্রাফিতির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের গ্রাফিতির পাশে লিখা রয়েছে ’বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’ স্লোগানটি; ঢাকার ছাদে গুলিতে নিহত শিশু রিয়া গুপের গ্রাফিতির পাশে লেখা রয়েছে ‘দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব’ বাক্যটি।
এছাড়া দেয়াললিখনের মধ্যে রয়েছে, ‘হামার বেটাক মারলু কেনে ? বিচার চাই বিচার চাই; ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি; তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’,লোহার টুপি মানুষের মগজ খায়, মেধা শহীদ;’ আমি মেট্রোরেল হতে চেয়েছিলাম, খোদা আমাকে ছাত্র বানালো; প্রভৃতি।
কর্মসূচিতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে বিকেল সোয়া চারটা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা বায়ান্নর ভাষা আন্দোলন দেখিনি; একাত্তরের ২৫ মার্চ কালরাতের গণহত্যা দেখিনি। কিন্তু এগুলো সব সময় আমাদের প্রতিবাদী চেতনার জন্ম দেয়। এবার আমরাও ইতিহাসের সাক্ষী হলাম। আমরা চব্বিশ (২০২৪) দেখেছি। দেয়ালে, সড়কে গ্রাফিতির মাধ্যমে চব্বিশকে পৃথিবীব্যাপী জানিয়ে দিতে চাই। এটিও আমাদের প্রতিবাদের ভাষা।
তিনি বলেন, ১৮ তারিখ থেকে আমাদের ওপর যে গণহত্যা চালানো হয়েছে, অনেককে প্রতিবন্ধী করা হয়েছে। নিহত আবু সাঈদের বোনের ভাষাসহ বিভিন্ন প্রতিবাদী ভাষাকে আমরা দেয়াললিখন ও গ্রাফিতিতে তুলে ধরছি।’
নিজেদের সংগৃহীত সাত থেকে আট হাজার টাকা দিয়ে রংতুলি কিনে তাঁরা গ্রাফিতি ও দেয়াল লিখছেন বলে জানান আরেক সমন্বয়ক ফয়সাল হোসেন।
[hupso]