সর্বশেষ

» সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২৬ | রবিবার

সিলেট টু ম্যানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট চলাচলকারী সংস্থা বিমান বাংলাদেশ এয়ার এয়ারলাইন্স রুট বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে উত্তর লন্ডনের অরাজনৈতিক সংস্থা এনআরবি সংবাদ সম্নেলন করে প্রতিবাদ জানিয়েছে । রবিবার দুপুরে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সংগঠনের নেতা জুনেদ আহমদ লিখিত বক্তব্যে বলেন , সিলেট ম্যানচেস্টার রুটে বিমান লাভজনক অবস্থায় রয়েছে এমতাবস্থায় রুট বাতিল করে দেওয়ায় আমরা কেবল বিস্মিত হইনি গ্রেটার ম্যানচেস্টারে বসবাস রত সিলেটির ক্ষুব্দ কার স্বার্থ রক্ষার্থে এমন হটকারি সিদ্ধান্ত নিয়েছে বিমান তা আমাদের বোধগম্য নয়। বিমানের ভেতরে একটি সিলেট বিদ্বেষী যড়যন্ত্রকারী মহল নিজেদের স্বার্থহাসিলের লক্ষ্যে ম্যানচেস্টার রুটের বিমান অন্য একটি রুটে নিয়ে যেতে চায় , আমরা ধারণা করছি প্রাইভেট কোনো এয়ারলাইন্স সংস্থার সঙ্গে আঁতাত করে এমন বালখিল্য সিদ্ধান্ত নিয়েছে । বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখতে আহবান জানান তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বৃহত্তর সিলেটের প্রতিটি নাগরিকদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। তারা আগামী ২৭ জানুয়ারী শহীদ মিনারে বিক্ষোভ ও বলে মান অফিস ঘেরাও কর্মসূচী গ্রহণ করা হয়েছে । তারা বলেন ধারাবাহিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন। রেমিট্যান্স বন্ধের মতো ঘোষণা আসতে পারে বলে জানান নেতৃবৃন্দ । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা জুনেদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, এনআরবি নেতানেতা জামাল আহমদ, মিজানুর রহমান মিজান সিলেট এন্টি করাপশন সোসাইটির চেয়ারম্যান আ ম ন জামান চৌধুরী, মহাসচিব নুরুল ইসলাম সুমন সাংবাদিক ওয়েছ খছরু প্রমুখ।

[hupso]