- সিলেট এন্টি করাপশন সোসাইটির পুর্ণাঙ্গ কমিটি গঠন
- কোয়ারী বন্ধের প্রতিবাদে কঠোর আন্দোলনের দিকে পাথর সংশ্লিষ্টরা
- পুলিশ সুপার বরাবরে অভিযোগ গনমাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন ও প্রবাসীর সম্পদ লুটপাট
- পঞ্চগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং-২০২৫ সম্পন্ন
- আত্মজা খুনি
- মেজরটিলায় মেয়ে ও পিতার গলা কাটা রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
- জকিগঞ্জে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার হত্যা না আত্মহত্যা?
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ব্যবসায় ঠকছেন ভ্রমণকারীরা: প্রশাসনের সতর্কতা
- পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
» ইসরাইল সাপোর্টার কঙ্গনাকে একহাত নিলেন স্বরা ভাস্কর
প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার

গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলায় অংশ নেয় হামাসের এক হাজার যোদ্ধা নিয়ে গঠিত এক বিশেষ বাহিনী। জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এই সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দিয়েছেন অনেক বলিউড তারকা।তবে কেবল ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলাকে ‘ভণ্ডামি’ বলে অবহিত করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। খবর হিন্দুস্তান টাইমসের। গত শনিবার এই সংঘাত শুরু হওয়ার পর ইনস্টা স্টোরিতে কঙ্গনা রনৌত লিখেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখতে পারছি না। ইসরায়েলের নারীরা যেভাবে জঙ্গিদের হাতে আক্রান্ত হচ্ছেন, সেসব দেখে আমি এতটাই ধাক্কা খেয়েছি—ক্ষতবিক্ষত, আতঙ্কিত। এমনকি ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। আরেকটা ভিডিওতে দেখলাম…। আমি ভেঙে পড়েছি সেটা দেখে। ইসরায়েলের এমন পরিস্থিতিতে আমি সমব্যথী।’এক দিন পরেই পুরো ঘটনা নিয়ে নিজের মত দিলেন স্বরা ভাস্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সমসাময়িক নানা ঘটনা নিয়ে নিজের মত দেন স্বরা। ব্যতিক্রম হলো না এবারও। স্বরা লিখেছেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল করা, জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনের শিশু-কিশোরদের হত্যা করা, কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলে ওপর এই হামাসের আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’নিজের পোস্টে অবশ্য কঙ্গনা বা অন্য কোনো তারকার নাম লেখেননি স্বরা।
[hupso]