- সিলেট জেলা প্রশাসককে আদালতের শোকজ
- দুর্নীতির দায়ে বরখাস্ত করা হলো মামুনকে
- ওসমানীতে ডাক্তারের বেপরোয়া আচরণ
- দৈনিক ৫ কোটি লিটার পানি শোধনাগার প্ল্যান্ট নির্মাণ করবে সিলেট সিটি করপোরেশন
- আন্দোলনের পেছনে সুরসুরি আছে, মানবে না সেনাবাহিনী: মেজর মেজবাহ
- বহু বাংলাদেশী ছাত্রের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র
- ছাতকের ইকোনমিক জোন বাতিল করলো সরকার
- অবশেষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
- সিলেটে এখন থেকে অনলাইনে জিডি করতে পারবেন যে কেউ
- জুতা চোরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
» ইসরাইল সাপোর্টার কঙ্গনাকে একহাত নিলেন স্বরা ভাস্কর
প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার

গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলায় অংশ নেয় হামাসের এক হাজার যোদ্ধা নিয়ে গঠিত এক বিশেষ বাহিনী। জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এই সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দিয়েছেন অনেক বলিউড তারকা।তবে কেবল ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলাকে ‘ভণ্ডামি’ বলে অবহিত করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। খবর হিন্দুস্তান টাইমসের। গত শনিবার এই সংঘাত শুরু হওয়ার পর ইনস্টা স্টোরিতে কঙ্গনা রনৌত লিখেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখতে পারছি না। ইসরায়েলের নারীরা যেভাবে জঙ্গিদের হাতে আক্রান্ত হচ্ছেন, সেসব দেখে আমি এতটাই ধাক্কা খেয়েছি—ক্ষতবিক্ষত, আতঙ্কিত। এমনকি ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। আরেকটা ভিডিওতে দেখলাম…। আমি ভেঙে পড়েছি সেটা দেখে। ইসরায়েলের এমন পরিস্থিতিতে আমি সমব্যথী।’এক দিন পরেই পুরো ঘটনা নিয়ে নিজের মত দিলেন স্বরা ভাস্কর। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সমসাময়িক নানা ঘটনা নিয়ে নিজের মত দেন স্বরা। ব্যতিক্রম হলো না এবারও। স্বরা লিখেছেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল করা, জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনের শিশু-কিশোরদের হত্যা করা, কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলে ওপর এই হামাসের আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’নিজের পোস্টে অবশ্য কঙ্গনা বা অন্য কোনো তারকার নাম লেখেননি স্বরা।
[hupso]